Telegram Web Link
Channel created
Channel photo updated
আমাদের সংগঠনের নাম: Save Ummah Foundatio

আমরা সবাই সেইভ এবং ফাউন্ডেশন এর অর্থ জানি, কিন্তু উম্মাহ অর্থ কি.? কেন উম্মাহ নাম রাখা হলো.? এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে.!
জবাব:
‘উম্মাহ’ "أمة"আরবি শব্দ।
এটি একবচন, এর বহুবচন হল- ‘উমাম’ "امم"।
অভিধানে এর অর্থ- জাতি, জনগণ, সময়, দল, মেয়াদ, পথ, ধর্ম প্রভৃতি।

✪কুরআন শরিফে শব্দটি চারটি অর্থে ব্যবহার হয়েছে:
১. الملة والدين (জাতি বা ধর্ম)। যেমন, আল্লাহ পাক ইরশাদ করেন-
وَمَا كَانَ النَّاسُ إِلَّا أُمَّةً وَاحِدَةً فَاخْتَلَفُوا
অর্থ: আর সমস্ত মানুষ একই উম্মতভুক্ত ছিল, পরে তারা পৃথক হয়ে গেছে।[সূরা ইউনুস: ১৯]

২. الجماعة من الناس (মানুষের একটি দল)। যেমন, আল্লাহ পাক ইরশাদ করেন-
وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ
অর্থ: আর যাদেরকে আমি সৃষ্টি করেছি, তাদের মধ্যে এমন এক দল রয়েছে, যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে।[সূরা আ‘রাফ: ১৮১]

৩. الزمن (কাল বা সময়)। যেমন, আল্লাহ পাক ইরশাদ করেন-
وَقَالَ الَّذِي نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ أُمَّةٍ أَنَا أُنَبِّئُكُمْ بِتَأْوِيلِهِ فَأَرْسِلُونِ
অর্থ: দু’জন কারা রুদ্ধের মধ্য হতে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর স্মরণ হলে সে বলল, আমি তোমাদেরকে এর ব্যাখ্যা বলছি। তোমরা আমাকে প্রেরণ করো।[সূরা ইউসূফ: ৪৫]

৪. القدوة في الخير (ইমাম বা আদর্শ-নমুনা-অনুসরণীয়)। যেমন, আল্লাহ পাক ইরশাদ করেন-
إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً
অর্থ: নিশ্চয় ইবরাহিম নবী ছিলেন এক সম্প্রদায়ের ইমাম বা আদর্শ।[সূরা নাহল: ১২০]

✪ আর পরিভাষায়:- রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বলতে তিনি যাদের জন্য প্রেরিত হয়েছেন তাঁদেরকে বুঝায়। এ ক্ষেত্রে দু’টি দিক রয়েছে:

প্রথমত:- ব্যাপকার্থে।
অর্থাৎ তিনি সকল সৃষ্টির জন্যই প্রেরিত হয়েছেন। কুরআন কারিমে ইরশাদ হয়েছে- لِيَكُوْنَ لِلْعَالَمِيْنَ نَذِيْرًا
অর্থ: তিনি বিশ্বজগতের জন্য সতর্ককারী।
[সূরা ফুরকান: ১]
সে হিসেবে সকল সৃষ্টিই নবীর উম্মতের অন্তর্ভূক্ত।

দ্বিতীয়ত:- বিশেষ অর্থে।
জাহেরিভাবে রাসুল (সাঃ) এর নবুয়্যত প্রকাশের পর যত জাতি বা দল রয়েছে তাদের সবাইকে উদ্দেশ্য।

এদের মধ্যে যারা নবী পাক সাঃ কে পূর্ণাঙ্গ গ্রহণ করেছে, তাঁদেরকে উম্মতে ইজাবি (গ্রহণকারী জাতি) বলে।
আর যারা ইসলাম ও তাঁকে গ্রহণ করে নি তাদেরকে উম্মতে দাওয়াতি (যাদের নিকট নবী পাকের দাওয়াত পৌঁছানো হয়েছে) বলা হয়।

আমাদের সবকিছুর উর্ধে ইসলাম! তাই আমরা সবাই নিজকে ইসলামের রঙে রাঙাবো, এবং উম্মাহের কল্যানে কাজ করে যাব ইনশাআল্লাহ

জবাব প্রদানে:- Save Ummah Foundation - সেইভ উম্মাহ ফাউন্ডেশন
Save Ummah Foundation pinned «আমাদের সংগঠনের নাম: Save Ummah Foundatio আমরা সবাই সেইভ এবং ফাউন্ডেশন এর অর্থ জানি, কিন্তু উম্মাহ অর্থ কি.? কেন উম্মাহ নাম রাখা হলো.? এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে.! জবাব: ‘উম্মাহ’ "أمة"আরবি শব্দ। এটি একবচন, এর বহুবচন হল- ‘উমাম’ "امم"। অভিধানে এর…»
2024/11/20 00:41:21
Back to Top
HTML Embed Code: